টিপ্পনী:

 

খবর: (শিক্ষাপ্রতিষ্ঠানের নামনে বখাটেদের উৎপাত)

বখাটের উৎপাত
প্রতিদিনই বাড়ছে
স্কুল ও কলেজের
গেটে এসে নাড়ছে।

এর পিছে ওর পিছে
ঘুরঘুর করছে
মোহ যেই কেটে যায়
ফাঁকতালে সরছে।

মতলব নিয়ে চলে
ফন্দিও আঁটছে,
লাল নীল পোশাকেও
ঘোরে ফেরে ডাঁটছে।

বখাটে কে চিনে রাখো
ওরা বজ্জাত,
কাছে পেলে ভেঙে দিয়ো
যতো দাঁত।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment