টিপ্পনী

খবর:(লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কাদের খান)

সবাই জানে লোভের ফসল পাপ
পাপের ফলে হতেও পারে মরণ
কী লাভ শেষে হয় করে দৌড় ঝাপ
গুণীর কথা রাখবা সদা স্মরণ।

পরের জন্য যারাই কাটে কুয়ো
সেই কুয়োতে তারাই মরে শেষে
তার মানেগে এটা জীবন জুয়ো
হারলে পরেই দিব্যি যাবে ফেঁসে।

স্বার্থ হাসিল করতে ফিকির আঁটো
লেলিয়ে দাও ভাড়াটে সব খুনি
এমপি হতে পরের দু’পা চাটো
এমন কথা সব জা’গাতেই শুনি।

ধরলো ব্যামো হাড়ের গিটে গিটে
খুনির হোতা ধরলো পড়া ঠিক
ধাতানি খুব লাগছে বুঝি মিঠে
ছ্যাপ ফেলে তোর মুখে জানাই ধিক!

-আহাদ আলী মোল্লা
২৩.০২.২০১৭

Comments (0)
Add Comment