খবর: (এসএসসি প্রশ্ন ফাঁসে জড়িত ৬ জন গ্রেফতার)
প্রশ্ন ফাঁসের সঙ্গে কারা
কার রয়েছে সখ্য,
মনে মনে কর্তারা আজ
নিচ্ছে কে কোন পক্ষ?
তাই যদি না হয়;
দফায় দফায় প্রশ্ন ফাঁসের
এই ধারা ক্যান বয়?
কে জড়িত পালের গোদা
নাকি পালের বড়ে,
খুঁজতে হবে কায়দা করে
বাড়িতে না ঝোড়ে?
ঘরের ভেতর যম
খায় বসে চমচম
দ্যাখো ঠিকই শোনো ঠিকই
বোঝো তা কমকম।
বুঝলে বেশি যাবা জেলে
মারবে ওরা কাছে পেলে।
-আহাদ আলী মোল্লা