টিপ্পনী

খবর:(জীবননগরে ফেনসিডিলের টাকা আদায় নিয়ে মাদক ব্যবসায়ীদের হাতাহাতি)

লর্ডের মতো ঘোরে ফেরে
লাটের বেটা লাট,
ওরা চালায় খোশ মেজাজে
ফেনসিডিলের হাট।

ভাগাভাগি রাগারাগি
মধ্যি মাঝেই চলে,
পুলিশ এসে দাবড় দিলে
লাভ ডুবে যায় জলে।

মাঝে মাঝে এক চালানেই
বাড়ে দ্বিগুণ পুঁজি,
এর নামই কয় আঙুল ফোলা
তাবত মানুষ বুঝি।

তাই ছাড়ে না কারবারিরা
ব্যবসা চড়া লাভের,
নগদ টাকা পাচ্ছে বলেই
দিন এসেছে ভাবের।

Ñআহাদ আলী মোল্লা।
০৭.০২.২০১৭

Comments (0)
Add Comment