টিপ্পনী

:

খবর:(আলমডাঙ্গায় গ্রেফতারকৃত দুজনই পুলিশের ছেলে)

আমরা হলাম পুলিশ পোলা
ভাব পুলিশের মতো
রগচট উদ্ধত
কারোর কাছে কোনো রকম
হইনে ছোটো-নত।

ঘর ডাকাতি লুট ছিনতাই
মাদক বেচি তাও
তোমরা যদি চাও
সুযোগ করে দিতে পারি
কিনবা কিনে খাও।

ধরবে না কেউ মরবে না কেউ
কেউ দেবে না চাপ
পুরোই পাবি মাফ
কারণ আছে কারণ সোজা
পুলিশ মোদের বাপ!।

বাপ পুলিশের ঠেলা আছে
ওদের হাতে খেলা আছে।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment