টিপ্পনী:

খবর: (বিদ্যুত বিলের নামে ২৭ কোটি টাকা আত্মসাৎ)

কোষাকারে হয় না টাকা জমা
কর্তা করেন নিজের তবিল ভারি
আত্মসাতেও সব হয়ে যায় ক্ষমা
স্বাস্থ্যসেবায় এ কোন কেলেঙ্কারি।

যে যেখানে যেইটুকু পায় হাতে
দেয় ঢুকিয়ে বাম পকেটে নিয়ে
এ দুর্নীতি চলছে সকল খাতে
হচ্ছে না কাজ তন্ত্রমন্ত্র দিয়ে।

বিদ্যুত বিল খাচ্ছে কারা তুলে
তলায় তলায় কিভাবে পায় পার
এ সব নাকি হচ্ছে মনের ভুলে
কেমন করে শাস্তি দেবেন আর।

আত্মসাতের কী দেখেছেন আগে
বর্তমানে একটু দেখে যান
পাচ্ছে যারা সুযোগ মতোন বাগে
মারছে তারা বড় বড় দান।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment