টিপ্পনী

খবর:(দামুড়হুদার মুন্সিপুর-ঠাকুরপুর সীমান্ত ধুড় পাচারের নিরাপদ রুট)

বর্ডার দিয়ে ফাঁকে মেরে
ধুড় ভাগে রোজ রোজ,
কার পকেটে রাজস্ব যায়
কে রাখে তার খোঁজ।

কিছু দালাল করে হালাল
পয়সা তুলে তুলে,
তিড়িং বিড়িং নাচে তারা
একটুখানি ছুঁলে।

এসব কিছু নিষেধ কওয়া
যা ঘটে তা গায়ে সওয়া
নেপথ্যে কার হাত;
দেয় না ধরা আড়াল বাবু
সে খুবই বজ্জাত।

শুধু কি আর ধুড়;
কতো কিছুর চালান ঢোকে
ভেতরে সুড়সুড়-
বুঝবে না খুব সহজে ভাই
এসব কথার গুড়।

চুপ করে থাক চুপ;
নইলে বেটা ফাঁসবি শেষে
বুঝলি মদন ঘুপ।

-আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment