টিপ্পনী

খবর:(দ্রুত সংশোধন করা হবে প্রাথমিকের বইয়ের ভুল)

গলদ রেখে গোড়ায়
আমরা কপাল পোড়াই
দফায় দফায় ওরা কেন
পার পেয়ে যান থোড়ায়।

গোদের ওপর ফোঁড়ায়
যারা ঘা দেয় নোড়ায়
তারা মোটেও একাকী নয়
থাকেন জোড়ায় জোড়ায়।

রকেট টানে ঘোড়ায়
একটু যেয়ে খোঁড়ায়
প্রাথমিকের এমন দশা
ইল্লতি কে ছোড়ায়!

ছোবল দিলে ঢোঁড়ায়
অথবা কাল বোড়ায়
ঝাড়ফুঁক দেয় ওঝা এসে
বিষ নাকি সে ওড়ায়।

ছোবল দিলে জাতে
ঘা লেগে যায় আঁতে।
Ñআহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment