টিপ্পনী:

খবর: (দর্শনায় ভেজাল বিলেতি মদ তৈরিতে সুনাম ক্ষুণœ হচ্ছে কেরুজ কর্তৃপক্ষের)

ভেজাল মদের সুবাস মধুর
করছে ওরা ভেজাল,
কে ঠেকাবে এ জাল
কও
কিন্তু কথা সবার আগে
তোমরা ভালো হও।

নির্ভেজালে ঢেঁকুর তুলে
আদর্শ ও নীতি ভুলে
দু’ নম্বরি করছো
তবিল-পকেট ভরছো।

তোমরা খুবই বদ
এতো কিছু থুয়ে এখন
করছো ভেজাল মদ
আল্লাদে গদগদ।

ভেজাল মদের রমরমা খুব
কেরুজ মদের বাঁশ
কে জড়িত খাচ্ছে কারা
তথ্য করে ফাঁস।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment