টিপ্পনী

খবর:(ঝিনাইদহের হরিণাকু-ুতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত)
মানিসনে তুই বাপ-চাচাকে
কেমন পোলার পোলা,
তুই তো মাতাল নেশার ঘোরে
দু’চোখ থাকে ঘোলা।

মাতলামিকে সঙ্গী করে
খুন খরাবির ভঙ্গি করে
সদায় থাকিস তাই;
তোর কপালে ছাই।

লাঠির আঘাত গুরুতর
এক বাড়িতেই খুন,
নেমক হারাম করলি এ কী
মুখ শুকিয়ে চুন।

চুন কোরো না মুখটা খোকন
আছে খুনের জের,
জেলের ঘানি সামনে আছে
আছে অনেক ফের।

বাঁচবিনেরে বাছা
খুন করেছিস চাচা।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment