টিপ্পনী:

খবর:(সাঁওতালদের ঘরে আগুন দেয় পুলিশ)

শুনছি এসব কী
ছি-
দিব্যি কছম এমন কথা
আগে শুনিনি।

পুলিশ!
ওদের নামে কোন সাহসে
এই অভিযোগ তুলিস।

যাকগে ওসব যাকগে
দাও চাপা ক্ষোভ-রাগকে
ধরে নিয়ো ঘরের আগুন
ছিলো নেহাত ভাগ্যে।

এখন কিছু বললে আবার
ঝামলা হবে
মামলা হবে হয়তো
মিথ্যা কথা নয়তো।

তাই মেরে থাক চুপ
মানে মদন ঘুপ
নিশ্চুপ নিশ্চুপ
নইলে খবর উল্টো হবে
ওদের ভয়াল রূপ!

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment