টিপ্পনী:

খবর:(কার্পাসডাঙ্গায় ভৈরব নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি)

নদীর মাটি নদীর পানি
সব খেয়ে যায় তারা
এটাই চোরের ধারা
মামু-খালুর জোরে দেখায়
খুব বেশি আশকারা!

নদীর মাটি খুঁড়ে খুঁড়ে
সারা বছর কাটে
বেচে ভাটার হাটে
হারাম টাকায় পকেট ভরে
চলেন ফেরেন ডাঁটে।

কিন্তু কিছু যায় না বলা
ক্যাডার-লিডার পোষে
শাসায় বিনা দোষে
মাটি কাটায় বাধা দিলেই
ভীষণ রাগে ফোঁসে।

নদীর দু’ পাড় কেটে সাবাড়
এখন করার কী
লজ্জা লাগে ছি
নদী খেকোর নামে দুটো
কুকুর পুষেছি!

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment