টিপ্পনী:

খবর:(চুয়াডাঙ্গায় ডিগ্রি ছাড়াই ডাক্তার হওয়ার হিড়িক)

ডাক্তার কদম আলী
ডিগ্রির অভাবে,
যাই কিছু করে শুধু
নানাবিধ স্বভাবে।

চাল নেই মাল নেই
তেল নুন ঝাল নেই
ডাক্তারি করে খাই
এইভাবে দিন যায়।

খাই খাই সারা মাস
ডাক্তারি করছি
রোগী এলে ধরছি
কাছাকাছি না গিয়ে
দুই হাতে বাগিয়ে
টানছি
সব কিছু জানছি
ডাক্তার না হয়েও
রোগী ডেকে আনছি।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment