টিপ্পনী:

খবর:(চুয়াডাঙ্গা-মেহেরপুর এলাকার চাঁদাবাজির মূলহোতা নাহিদ গ্রেফতার)

চাঁদাবাজির হোতা তুমি
চান্দাবাজি ধান্ধাবাজি করো
নগদ নগদ ধরো-
তোমার কাছে নেই পরোয়া
আপন স্বজন পরও।

হুমকি দিয়ে কামাও টাকা
ফুর্তি মেরে চলো
না পেলে মাল জ্বলো
খুন খারাবির ভয় দেখিয়ে
খারাপ কথা বলো
পায় মানুষে ফলও।

কেরামতি তেলেসমাতি
করে তুমি রাতারাতি
ফুললে-
লোভের পাপে মানুষ মরে
এই কথাটাও ভুললে।

এখন তুমি জেলে
কেমন মজা পেলে?

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment