:
খবর:(গাংনীতে আবারও দুই সার ব্যবসায়ীর জরিমানা)
নকল ভেজাল সার বেচে খান তিনি
আমরা তাকে অনেক বেশি চিনি
বাগিয়ে নেন টাকা-
গরিব চাষির পকেট করেন ফাঁকা।
বাড়তি দর বিক্রি করেন রোজ
যদি নেবেন খোঁজ-
লোকটা নাকি দু’নম্বরের বাসা
ক্ষেঁপে আছেন তাবত কৃষক চাষা।
প্রশাসনের কানে গেলেই খবর
চমকে ওঠেন জবর-
জরিমানায় ঘায়েল হলেন আরও
বাজলো কাঁটায় বারো।
লোভেই যতো পাপ-
ছলচাতুর করলে কি হয় মাফ
তাইতো শেষে ধরা খেয়েই পার
কাটা গেল কান দু’খানা তার।
-আহাদ আলী মোল্লা