টিপ্পনী

সূত্র: (আলমডাঙ্গায় সিআইডির ভুয়া এসপি গ্রেফতার)

-আহাদ আলী মোল্লা

চাকরি করেন সিআইডিতে
এসপি তিনি? ভুয়া,
প্রতারণায় হাত পাকা তার
করেন হুক্কা হুয়া-
মাল কামিয়ে খেয়ে বেড়ান
জিলাপি পান্তুয়া।

চেহারা তার নাদুসনুদুস
বেশভুষাতেও বেশ
চান্দাবাজি ধান্দাবাজির
তার কি আছে শেষ
বাগিয়ে খান কোর্মা পোলাও
দই পুরি সন্দেশ।

নাটক নাটক এসপি সেজে
তুলতে এলেন মাল,
ধরা খেলেন বুঝি তখন
হারামজাদা জাল।

সূত্র: (আলমডাঙ্গায় সিআইডির ভুয়া এসপি গ্রেফতার)

আলমডাঙ্গাগ্রেফতারটিপ্পনীভুয়া এসপিসিআইডি
Comments (0)
Add Comment