টিপ্পনী

খবর:(বহুদিনের উত্ত্যক্তকারী ভিমরুল্লার বাবুর জেল)

সাক্ষী সাবুত বোমার মতো ফাটলো এবার
বহুদিনের ময়লা গলদ কাটলো এবার
খুব সেয়ানা চালাক চতুর
হয়ে ফতুর
সোনার ছেলে লাল দালানে হাঁটলো এবার।

সত্যি নাকি জেলের ঘানি টানতে মজা
মাংনা পরা খাওয়া দাওয়া রানতে মজা
হয় বাসনা পূরণ মনের
কতো জনের
দিদার মেলে, আরামে ধান ভানতে মজা।

কেউটে ফণার জাত বখাটে ফাঁসলো এবার
গাঁয়ের মানুষ সবাই সুখে হাসলো এবার
বহু দিনের মর্জি কামাই
নিয়ে জামাই
অবশেষে শ্বশুর বাড়ি আসলো এবার।

শ্বশুরালয় লোকে ভরা গুনতে মজা
মেড কুটুমের হুমুম হাকাম শুনতে মজা
করলে আবার এড়িতেড়ি
পায়ে বেড়ি
দিয়ে বেদম চড় পিটুনি ধুনতে মজা!

-আহাদ আলী মোল্লা
০৪.১১.২০১৬

Comments (0)
Add Comment