টিপ্পনী:

খবর: (আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে মারধর করার অপরাধে বখাটের কারাদ-)

রগচটা বখাটের
কাটা দুই কান,
টো টো করে ঘোরে ফেরে
নেই কোনো মান-
রাত-দিন শুনি তার
ঝোড় পানে টান।

খাপছাড়া বমোশ
নাম করা চিট
মাঝপথে কার সাথে
কোনখানে ফিট;
এই ছোড়া সমাজের
একখানা কীট।

ফচকেমি করে শুধু
কথা ফটফট;
সেই দিন মাঝপথে
হাতেনাতে কট
শেষ মেশ শোনা গেল
উল্টেছে ঘট।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment