টিপ্পনী:

খবর: (আলমডাঙ্গায় গৃহবধূকে উত্ত্যক্ত করায় বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড)

ফটকা ফাজিল বদের গোড়া
কপাল পোড়া
থোড়া থোড়া-
ডুব দিয়ে খাও জল;
পাপের প্রতিফল পেয়েছো
পাপের প্রতিফল।

টাংকি মারার স্বভাব তোমার
ফচকেমিতে পাকা
নষ্টামিতে মাখা
ছাবলামি বেশ ভালোই করো
কাকা।

এবার তুমি ধরা খেলে
যা কপালের গেরো
আহা বিপদ ফেরও
খবর কলঙ্কেরও
এমন বেজুত ছ্যাবলা ছুঁচো
সমাজ থেকে বেরো।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment