খবর: ( মেহেরপুরে নতুন জামাই শ্বশুর ও শাশুড়িকে কুপিয়ে জখম)
হামলা হানা কোপাকুপি
প্রকাশ্যে বা চুপি চুপি
করছে কারা
মরছে কারা
কেই বা হিসাব রাখে;
বলতে গেলেই সব ঘটনা
পুলিশ শুধু ঢাকে।
হামলাকারী ঘাতক খুনি
সদায় শুনি
ওপেন ঘোরে
চোরে চোরে
মাসতুতো ভাই তারা,
কারা?
অনেক কারণ বলা বারণ
নাম ঠিকানা তাদের
কাদের?
অস্ত্র হাতে যাদের।
–আহাদ আলী মোল্লা