টিপ্পনী

খবর:(মহেশপুরে বাল্যবিয়ের অপরাধে বর কনে ও ভগ্নিপতির কারাদণ্ড)

জেল খাটে দুলাভাই
বর কনে ভগ্নি,
সরকারি খদ্যতে
একদমই রোগ নি।

মাছ গোশ খাও দাও
হেসে মারো ফুর্তি,
দোষ নেই হাত ধরে
এক সাথে ঘুরতি।

মাল খেয়ে তোরা কেন
এক সাথে ফাঁসলি,
এইবার ভালো হবি
ঘরে ফিরে আসলি।

জেল খাটা ভালো কাজ
তাতে হয় শিক্ষা,
রাগ কেন কপালে তা
আগে ছিলো লিখখা।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment