টিপ্পনী:

খবর: (মাগুরায় ভিজিএফ’র চাল আত্মসাৎ)

গরিব লোকের পাতে খাবল
বুকে শাবল
মারছো তুমি আবোল তাবোল
পার পাবে কি?
পরের কাছে শক্তি-সাহস
ধার পাবে কি?

চোখ পড়েছে চালের গাদায়
ঝোঁক পড়েছে মালের গাদায়
চাল খেয়েছো
মাল খেয়েছো
হজম করার উপায় কী
উল্টো হাঁটো দু’ পায় কি?

লাভ নেই লাভ নেই
ছাড় পাওয়া ভাব নেই
মাথা হলো নষ্ট;
মজুরের ভাগ খেলে
এইবারই কষ্ট
হবে তোর হবেরে
বোঝো ঠেলা তবেরে!

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment