টিপ্পনী:

খবর: (দর্শনার সাব্বির আটক : চাপাতি ও ডেগার উদ্ধার)

তোমার কাছে কী সব থাকে
দেখলে লাগে ভয়
কখন কী যে হয়
অপরাধের সঙ্গে তোমার
যোগ আছে নিশ্চয়।

ফেনসিডিলের বোতল আছে
তোমার কাছে
চাপাতি আর ডেগার
তুমি নাকি ভালো ছেলে এ গাঁর?
কিন্তু বাপু এ কী স্বভাব
নীতির অভাব
খুব;
এখন তুমি জেলে দিলে
ডুব।

বেজায় টেরর সাগর
বড্ড ভয়াল নাগর।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment