টিপ্পনী

খবর: তারকাঁটা কেটে ভারতে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে গরু আনা বন্ধ করতে হবে : এমপি টগর)

সবাই এমন দারুণ কথা বলেন
কথার চালে মারেন জোরে ছক্কা
প্রতিবাদে আগুন হয়ে জ্বলেন
কাজের কাজে গোটাই দেখি ফক্কা।

দাদার কাছে সব সেয়ানাই কাত
হয় না কোনো ছোটখাটো ধান্দা
নিজের হাতে দেন ভেঙে বিষ দাঁত
ওনার কাছে ধরা চতুর বান্দা।

আপনারা যা মুখে বলেন কই
বাস্তবায়ন হয় না কোনো লক্ষ্য
সারা বছর কেবল চেয়ে রই
বুঝি না তো আমরা কারো পক্ষ।

তাবত মানুষ কাজ বেশি চায় কাজ
হিসাব কষে কথা বলুন কম
এমন হলে সাজবা ফাঁকিবাজ
অল্প দিনেই ফুরিয়ে যাবে দম।
-আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment