টিপ্পনী

খবর:(দর্শনায় ফেনসিডিল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব)

ফেনসিডিলও ভাগাভাগি
কমতি হলেই রাগারাগি
তারপরে না খামচে দিয়ে
শরীর করেন দাগাদাগি।

এই ছাতা হয় কাড়াকাড়ি
বিষয়টি খুব বাড়াবাড়ি
শুরু হলো এসব কী গো
নেই বুঝি আর ছাড়াছাড়ি।

মাদক নিয়ে লাঠালাঠি
ঘায়েল খতম ফাটাফাটি
তুলো ধুনা চলছে দেশে
মধ্যি মাঝে কাটাকাটি।

ভরা বোতল টানাটানি
হলো এসব জানাজানি
মহাজনের বাড়ি কোথায়
তা নিয়ে খুব কানাকানি।

-আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment