টিপ্পনী

খবর: (হরিণাকুণ্ডুতে আবারও দুই নারীর কঙ্কাল চুরি)

মড়ার ওপর খাড়ার ঘা
তারপরে হয় কবর,
চোর বেটাদের কাছে গেল
আগেই লাশের খবর।

হায়রে কপাল মরে সেরেও
যায় না বিপদ ফাঁড়া,
কবর খুঁড়ে লাশ খেয়ে নেয়
মানুষ নামের গাড়া।

কী কপালের ফের;
কবরবাসীর জন্যে এটা
বড় আতঙ্কের।

সারা জীবন কষ্ট হলো
মরে হলাম লাশ;
বাঙালি কি এত খারাপ
দেয় এখানেও বাঁশ।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment