টিপ্পনী:

খবর: (ঝিনাইদহে মঙ্গা প্রকল্পের ৭ পুকুর খননে দুর্নীতি)

মঙ্গা পুকুর কাটতে গিয়ে
দফায় দফায় ঘুষ দিতে হয়,
এই টেবিলে ওই টেবিলে
নগদ কড়ি পুশি দিতে হয়।

মৎস্য বাবু ঘুরতে আসেন
তার পকেটে মাল দিতে হয়
চামচা নেতা দেয় মহড়া
তাদের ব্যাগে চাল দিতে হয়।

বখরা খেকো কর্তা এলে
মুরগি খাসি হাঁস দিতে হয়
বউ বিবিকে পাঁচ তারকায়
থাকা খাওয়ার পাস দিতে হয়।

দিতে দিতে দিতে
থাকলো কী আর মিতে
চিপলে বেশি
রেষারেষি
ফল যা হবে তিতে।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment