খবর:(চুয়াডাঙ্গার উজলপুরে আদম ব্যাপারির খপ্পরে পড়ে পথে পথে)
আদম বাবু পয়সা তোলেন
বিদেশে লোক পাঠান,
জায়েজ করে টাকা নিয়ে
ডবল সুদে খাটান।
টাকায় টাকা লাভ হয়ে যায়
বাবু ভীষণ চতুর,
ওনার কানায় পড়লে মানুষ
এক রাতে হয় ফতুর।
গাড়ি কেনেন বাড়ি কেনন
বউ বিবিদের শাড়ি কেনেন
পাওনাদারকে হাঁটান,
বলতে গেলেই নেতা দিয়ে
লোকের মাথা ফাটান।
-আহাদ আলী মোল্লা