টিপ্পনী

 

খবর:(দর্শনা থেকে মদ পান করে বাড়ি ফেরার পথে দামুড়হুদার ৪ যুবক আটক)

 

মাল খেয়েছো ডাল খেয়োছো

আর পুলিশের গাল খেয়েছো

লজ্জা পেলে খুব?

দু চোখ ধরে পুকুরে দাও ডুব

 

কী বিচ্ছিরি স্বাদ;

মদের ভেতর আছে ভেজাল খাঁদ

তাই মানুষে খেলে নাকি

যায় হয়ে জল্লাদ

 

ফটকা ফাজিল মাতাল বাবু

পুলিশ দেখে ভালোই কাবু

মাতলামি যাও ভুলে;

তখন তো আর গাল পাড়ো না

মা মাতালি তুলে?

 

জাতে মাতাল তালে ঠিক

চার নেশাখোর আধুনিক!

 

 

 

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment