টিপ্পনী

 

খবর: (চুয়াডাঙ্গার সরোজগঞ্জে প্রবাসীর স্ত্রীর নিকট চাঁদা দাবি)

প্রবাস জীবন শতেক জ্বালার

হাজার রকম ঘা,

তেল করা হয় শ্রম বিকিয়ে

আর ঘামিয়ে গা।

 

নষ্ট মানুষ লোভ লালুসে

মোটেই বোঝে না,

ডলার নোটের চান্দা নেবে

ঝাঁকিয়ে দুই পা।

 

দেশের বাড়ি বউপোলাদের

পয়সা পাঠায় যা,

বখরাবাজের নজর তাতে

খা শালারা খা!

_আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment