টিপ্পনী

 

খবর:(রিজার্ভ চুরি তদন্তে রাজসাক্ষী হচ্ছেন সেই মায়া)

 

কার পেটে যায় রিজার্ভ চুরি

একটুখানি বোঝা যায়,

ঘরের মানুষ ধরা খাবেন

সত্যি যদি খোঁজা যায়।

 

তবিল চুরি মবিল চুরি

চুরিতে কার হাত আছে?

হায়রে কপাল এই দেশে কি

সাধু লোকের ভাত আছে?

 

সত্যি কথা বলা বারণ

সোজা পথে চলা বারণ

বলতে গেলে চলতে গেলে

জেল;

নইলে মজার খেল!

 

 

_আহাদ আলী মোল্লা

10.04.2016

 

Comments (0)
Add Comment