টিপ্পনী

 

খবর: (চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় ঘরে ঢুকে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম)

ঘরে আমার বিপদ শুধু

একটুও সুখ নাইরে,

কতল কতল খুনোখুনি

একটু গেলেই বাইরে।

 

পান থেকে চুন খসে যদি

কিংবা নড়ে চেয়ার গদি

কেবল ছোটে রক্ত,

আমরা কেবল তাই এ দেশে

বদমাইশের ভক্ত।

 

যা হয়ে যায় যাকগে রে ভাই

বাঁচলে নিজে বাপের নাম,

যে যা করে দেখে যা বেশ

নড়িস কেন জলদি থাম।

 

 

_আহাদ আলী মোল্লা

09.04.2016

 

Comments (0)
Add Comment