টিপ্পনী:

 

 

খবর: (আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রী দণ্ডিত)

 

বেফাঁস কথা বলে শেষে

দুই বাবু হন দণ্ডিত,

ভেবে মরেন উকিল নাজির

এমপি-নেতা-পণ্ডিতও।

 

কোথায় কী যে বলতে হয়

কোন পাপে কার জ্বলতে হয়

বিপদ হলে কারো কারো

তেল দিয়ে পা ডলতে হয়।

 

তাই না কিছু বলে টলে

দিলেন তারা জরিমানা

এমন কামে হাত দিয়ো না

আমরা শুধু করি মানা!

 

 

Comments (0)
Add Comment