টিপ্পনী

 

 

খবর: (ঘুষ নেয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য বরখাস্ত)

 

ফুঁস মন্তর ফুঁস

আর খেয়ো না ঘুষ-

লাল দালানে ঢুকে এবার

চাটো লেবেনচুষ!

 

আর খেয়ো না মাল

বদলে গেছে কাল-

ভালোই খেলে আকাম কুকাম

করে অনেক জাল।

 

চাকরি এবার শেষ

আহা গো বেশ বেশ

এমন বেকুব জেলে গেলে

ঠাণ্ডা হবে দেশ!

 

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment