টিপ্পনী

খবর: (দামুড়হুদায় বর-কনের পিতার ১০ দিন করে জেল)

জেলের ঘানি টানলে ঠিকই
আগে এসব বুঝলে না,
কোন অপরাধ যাচ্ছে কোথায়
ভালোভাবে খুঁজলে না।

দুই বেয়াইয়ের কপাল ভালো
একই হাজত খানায় থাকা,
একটুখানি পুলিশ হাজত
অল্প কিছু থানায় থাকা।

মেয়ে-জামাই পগার পারে
বেয়াই দুজন বাসর করো
এ দশটা দিন সকাল-বিকেল
গল্প-গুজব আসর করো।

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment