টিপ্পনী

খবর:(চুয়াডাঙ্গায় মন্ত্রণালয়ের নামে চিঠি দিয়ে প্রতারণা : বিকাশে টাকা নেয়ার ফাঁদ)

সচিব সেজে চিঠি দিয়ে
করতে বলিস বিকাশ,
সারা জীবন ধান্দা করে
চান্দা তুলে কি খাস?

ইলিশ মাছের পেটি খাবি
কুয়াকাটায় ঘুরতে যাবি
কাটবি পরের তবিল,
যতোই করিস ভুয়া মেরে
পাস হবে না ও বিল।

শিক্ষকদের টাকা নিবি
শালার গবেট খাটাশ,
লাল দালানের ভাত খাওয়াবে
এবার চিঠি পাঠাস।

_আহাদ আলী মোল্লা।
22.01.2016

Comments (0)
Add Comment