টিপ্পনী

খবর:(চুয়াডাঙ্গায় অলিতে গলিতে মাদক বিকিকিনি, মেয়েরাও করছে মাদক সেবন)

খাচ্ছে মাদক হাজার খাদক
মা-বোনেরাও সঙ্গে,
কী ঘটে যায় কী রটে যায়
আমার সোনার বঙ্গে।

নেশার বাজার ফেনসি গাঁজার
যাই মরে তার গন্ধে,
মাদক পাচার অনেক চাচার
খুলছে মুখোশ দ্বন্দ্বে।

রাঘব বোয়াল ফোলায় চোয়াল
যুবকরা যায় অক্কা,
ঝুপড়ি ঘুরে পকেট পুরে
পুলিশ মারে ছক্কা!

_আহাদ আলী মোল্লা।
17.01.2016

Comments (0)
Add Comment