টিপ্পনী

খবর:(যশোর শহরে পিস্তল ঠেকিয়ে পুলিশের কাছ থেকে ছিনতাই)

পুলিশ বাবু নাকাল যখন
আমার তোমার ফায়দা নেই,
রাস্তা ঘাটে একলা একা
ঘোরার মতোন কায়দা নেই।

শহর বাজার ভরে আছে
গুণ্ডা ভিলেন মাস্তানেই,
ওদের জ্বালায় আতঙ্ক খুব
চলার কোনো রাস্তা নেই।

বেঁচে থাকাই কঠিন এখন
যাদের হাতে অস্ত্র নেই,
নামলে পথে তবিল গায়েব
দেখবা গায়ে বস্ত্র নেই!

_আহাদ আলী মোল্লা।
12.01.2016

Comments (0)
Add Comment