টিপ্পনী

খবর:(দর্শনা পৌর নির্বাচনে পোস্টারে পোস্টারে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা এলাকা)
ভোটের হাওয়া বইছে দেশে
কাল বোশেখির বেগে,
মহল্লা গাঁ শহর বাজার
উঠলো হঠাত জেগে।

সকাল বিকেল প্রার্থী আসেন
কালো মুখেও হাসি,
উন্নয়নের প্রতিশ্রুতি
ছড়ান রাশি রাশি।

বাগদি কুমোর মুুটে কুলি
মেথর মুচি জোলা-
সবার হাতেই ঝুলছে এখন
নগদ ভোটের ঝোলা।

ঝোলার পানে নজর এখন
প্রার্থীরা তেল মাখান,
ভোটের লোভে ঘেন্না ভুলে
একই কাপে চা খান।
_আহাদ আলী মোল্লা।
26.12.2015

Comments (0)
Add Comment