টিপ্পনী

খবর:(মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ)
সবাই যদি এক লাইনের
কার কাছে নিই ঠাঁই,
ভালো মানুষ খুঁজে পাবো
কোথায় বলুন যাই?

শিক্ষকরাও এমন হলে
কী আমাদের গতি,
সরল পথে লাফ দিয়ো না
হতেই পারে ক্ষতি!

ওপর দেখে বোঝা কঠিন
যায় না মানুষ জানা,
শাদা চোখের মানুষগুলো
আমরা সবাই কানা!
_আহাদ আলী মোল্লা।
23.12.2015

Comments (0)
Add Comment