টিপ্পনী

খবর:(দিনাজপুরে মন্দিরে হামলায় গুলিবিদ্ধ-২ )

জেলখানা ভরে রাখি
ধরে কতো জঙ্গি,
ধরা পড়ে সন্ত্রাসী
ডাকাতের সঙ্গী।

ধরা পড়ে চোর খুনি
বদমাশ ও ফটকা,
তারপরও আজগুবি
পড়ে বোমা পটকা।

গুলি চলে মসজিদে
মন্দিরে হামলা,
কতকাল এইভাবে
ভোগ করি ঝামলা।

Ñআহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment