টিপ্পনী

খবর:(এই চোরই সেই চোর : মামলা দায়ের)
গলাবাজি করে বেড়ান
চোরের মা হন যিনি,
সারা পাড়া গালি পাড়েন
আমরা তাকে চিনি।

রগচটা ভাব সদায় দেখি
সাধুর মা এ ভাবটা সে কী

চোরাই জিনিস ঘরে ভরা
যায় না বলা তাও,
বলতে গেলেই বিপদ লোকের
মাথায় তোলেন গাঁও।

চোরাই জিনিস ভরা পেটে
সবাই ওনার চেনে মেটে।
-আহাদ আলী মোল্লা
০৬.১২.২০১৫

Comments (0)
Add Comment