টিপ্পনী

টিপ্পনী
খবর:(এক বছরে ৪৬৯ এইডস রোগী শনাক্ত, মারা গেছে ৯৫ জন)
চলছে অবাধ মেলামেশা
ঢলাঢলি পার্কে,
একলা তো আর হয় না কিছু
সঙ্গে থাকে আর কে?

সবই জানি নাগর তুমি
কার সাথে হও নগ্ন,
ঝোপের কাছে ঘোপের ভেতর
কী কামে হও মগ্ন।

ইল্লতি আর কোরো না গো
চাইলে বাবা বাঁচতে,
নষ্টামি সব ছাড়ো বাপু
তুমি আমার ভাচতে।

Ñআহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment