টিপ্পনী

টিপ্পনী
খবর:(ভুট্টাক্ষেত খাওয়ায় চুয়াডাঙ্গার হায়দারপুরে ছাগল পিটিয়ে হত্যা)

পাগল যারা ছাগল পেটায়
হাফ পাগলের বাচ্চা তারা,
হায়রে মানুষ রঙিন মানুষ
ফিল ফাজিলে আচ্ছা তারা।

মানুষ নামের চামড়াধারী
অমানুষের জন্য তারা,
বুনো স্বভাব বড্ড তাদের
চলা-ফেরায় বন্য তারা।

এই সমাজের কীটের মতো
এক্কেবারেই নষ্ট তারা,
মানুষ কাঁদে মানুষ কাঁদায়
কেবলই দেয় কষ্ট তারা।

স্বভাব তাদের পশুর
সব খারাবির শ্বশুর!

Comments (0)
Add Comment