আজ বাদে কাল ভোট
-আহাদ আলী মোল্লা
একদিকে দেয় করোনা ঘাই
অন্যদিকে মশা,
লক্ষ্য করুন পৌরবাসীর
লেজে গোবর দশা।
ঘরের ভেতর বন্দি সবাই
সেই করোনার ভয়,
এই সুযোগে হচ্ছে ভীষণ
হুঁলে মশার জয়।
বাইরে গেলে করোনা খায়
মশারা খায় ঘরে,
এমনিভাবে মানুষরা আজ
বেকুব হয়ে মরে।
স্মরণ করুন পৌর পিতা
দেখান কাজের চোট,
পস্তানি খুব হবে শেষে
আজ বাদে কাল ভোট
সূত্র: (মশার অত্যাচারে অতিষ্ঠ চুয়াডাঙ্গা পৌরবাসী)
# # # # # # # #
(০২.০৫.২০২০)