টিপ্পনী

বিষ - আহাদ আলী মোল্লা

বিষ

আহাদ আলী মোল্লা

 

খাচ্ছি ভেজাল খাচ্ছি গলদ

আমরা বেবাক কাজের বলদ

বুঝি;

সকাল বিকেল এদিক সেদিক

খাঁটি জিনিস খুঁজি।

 

যেদিক তাকাই সেদিক নকল

আমার তোমার যাচ্ছে ধকল

কী যে,

ঠকছে দেশের নাজাই মানুষ

ঠকছি আমি নিজে।

 

ভেজাল খেয়েই তুলছি পটোল

ভেজাল জিনিস থাকছে অটল

ইস;

বলতে পারেন আর কতোকাল

খাবো এমন বিষ?

 

সূত্র (আলমডাঙ্গায় ভোজাল গোখাদ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা)

Comments (0)
Add Comment