টিপ্পনী

আসল মানুষ - আহাদ আলী মোল্লা

আসল মানুষ

আহাদ আলী মোল্লা

ঈদের ছুটি মজার ছুটি

গ্রামের বাড়ি যাবো,

মায়ের সাথে করবো দেখা

মাংস পোলাও খাবো।

নতুন জামা নতুন কাপড়

পরবো ঈদের দিনে,

গরিব যারা পায় না খেতে

দেবো খাবার কিনে।

এই নীতি আর কজন মানে

সকলে চায় নিতে,

কেমন যেন ওলোট পালোট

চাইছে না কেউ দিতে।

রোজার পরে দান খয়রাত

করতে আজই হবে,

তবেই তুমি এই দুনিয়ার

আসল মানুষ হবে।

সূত্র (ঈদুল ফিতর)

Comments (0)
Add Comment