খাদক
আহাদ আলী মোল্লা
সরকারি গাছ কেটে কেটে
আমরা সবাই খাচ্ছি,
বিক্রি করে নগদ নগদ
পয়সা কড়ি পাচ্ছি।
উঠছে লাটে কেরুজ খামার
আমরা তবিল ভরছি,
সারা বছর খাচ্ছি কেবল
কবে কখন সরছি?
যখন যে লোক পাচ্ছে সুযোগ
দিচ্ছে জোরে খাবল,
সুই ঢোকে না, তাও সেখানে
দিচ্ছে ভরে শাবল।
হয় না তাদের কিছুই কারণ
ওপর পানে হাত,
দিনে দিনে যাচ্ছে ফুলে
সব ক’টা বজ্জাত।
খবর: (কেরুজ আড়িয়া ফার্মের গাছ কেটে বিক্রির অভিযোগ)
১১.০৬.২০২০