টিপ্পনী

আজকে যদি
-আহাদ আলী মোল্লা

হায় ভাতিজা মারলে তুমি
নিজ চাচাকে পিটিয়ে,
নিলে তুমি কোন কারণে
হাতের খায়েশ মিটিয়ে।

হায় রে করুণ কাহিনি এ
প্রাণের চাচা আহা রে,
চাচা মেরেও এই ভাতিজা
ঘুরতে পারে বাহারে।

আটকে রাখো ধরো ধরো
ছাড় দিয়ো না এখানে,
নে ভাতিজা গণধোলাই
আজকে বাবা নে খা নে।

আজকে যদি ছাড় পেয়ে যাস
কাল পিতাকে মারবি,
তোর কাছে খুব সহজ ব্যাপার
জানি এটাও পারবি।

সূত্র: (ঝিনাইদহে লিচুর জন্য চাচাকে পিটিয়ে হত্যা করলো ভাতিজা)

Comments (0)
Add Comment