টিপ্পনী

পালিয়ে কোথায় যাবা

-আহাদ আলী মোল্লা

অসৎ পথের টাকা
কেমনে থাকে ঢাকা
নিয়োগ নিয়োগ সুর উঠেছে
মাস্তি ঝাকানাকা।

পাচ্ছে ওটা কে কে
রাখবা নাকি ঢেকে
কিন্তু ওসব গ্রামের মানুষ
সব ফেলেছে দেখে।

চলছে এখন ছুটি
তাতেও মোটামুটি
নিয়োগ নিয়ে খুব গোপনে
চলছে ছোটাছুটি।

বখরা যে যে খাবা
শাস্তি ঠিকই পাবা
রাস্তা খুবই ছোট এখন
পালিয়ে কোথায় যাবা?

সূত্র: (ছুটির মধ্যেও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা, নেপথ্যে অর্থবাণিজ্য)

Comments (0)
Add Comment